ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

আকাশ দাশ সৈকত ইংল্যান্ডের ঘরোয়া লিগের দল ওয়ারউইকশায়ারে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি সময়ে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছেন বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে দারুণ ছিলেন তিনি। তাইতো এমন পারফরম্যান্সের দরুণ ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে ৫০ ওভারের একটি টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেয়েছেন এই অলরাউন্ডার। মূলত সদ্য সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজের দল মোহামেডানের হয়ে খেলা ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটটের সুপারিশে এমন প্রস্তাব পেয়েছেন মিরাজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মিরাজ বলেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছে, কিন্তু যাওয়া না যাওয়া পুরোটাই নির্ভর করছে সে সময় আন্তর্জাতিক সূচি আছে কিনা। যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যেন যাই। আপাতত আমার মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ থেকে অনুশীলন শুরু করেছি। আশা করছি সিরিজটা ভালো যাবে।

 

সর্বশেষ