ভৈরবে তুচ্ছ ঘটনায় হামলা ভাঙ্গচুর লুটপাটেরঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

ভৈরবে তুচ্ছ ঘটনায় হামলা ভাঙ্গচুর লুটপাটেরঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

ভৈরবে গজারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক বিজেপি কর্মকর্তা আমজাদ হোসেনের বাড়িতে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল মিয়ার বিরুদ্ধে দলবল নিয়ে হামলা ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত । লিখিত অভিযোগ পাঠ করে আমজাদ হোসেন বলেন, মসজিদ কমিটির টাকা থেকে ১ লাখ টাকা চেয়েছিল বাদল মিয়া। উক্ত টাকা না দেয়ার কারনে আজকে জুম্মার নামাজের মূুহূর্তে তুচ্ছ একটা ঘটনা নিয়ে আমাজাদ হোসেনের বাড়িতে দলবল নিয়ে হামলা চালায়। এসময় আমজাদ জুম্মার নামাজ আদায় করছিলেন।ঘরে ছিল তার অন্তঃ সত্তা স্ত্রী। এময় তার বাড়ী ঘর ভাংচুর করে তার ঘরে থাকা মসজিদ কমিটির ৮ লাখ ৭৬ হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যায় বলে অভিযোগ করে আমজাদ হোসেন। এময় তার অন্তঃসত্তা স্ত্রী কে ও মার ধর করেছে বলে অভিযোগ করেন তিনি। তাছাড়া ঘারে থাকা ৯ ভরি স্বর্ন নিয়ে যায় বলে জানায় আমজাদ হোসেন
এলাকাবাসী জানায় বাদল মেম্বার একজন ডাকাত ছিল। এলাকা সে নানা রকম অপকর্ম করে বেড়ায়। তাকে সবাই ভয় পায়। তার রয়েছে এক বিশাল দাঙ্গা বাহিনী। যাদের ভয়ে এলাকা বাসী তার বিরুদ্ধে মুখ খুলতে চাই না বলেও জানায় এলাকা বাসী।
ঘটনার সময় বাদল মেম্বার নিজে উপস্থিত ছিল বলে জানায় মিস্টু মিয়া ও ফারুক মিয়া। বাদল মিয়ার হাতে রামদা নিয়ে আমজাদ হোসেন কে হত্যা করার জন্যও বাদল মিয়া দৌড়া দৌড়ি করে বলেও জানায় প্রত্যক্ষদর্দীরা।
এবিষয়ে বাদল মেম্বারের সাথে সাক্ষাৎ করলে তিনি বক্তব্য দিবেন না বলে অস্বীকার করেন এবং এক পর্যায়ে ক্যামেরা ওপেন করলে তিনি দৌড়ে পালিয়ে যান। পড়ে মুঠো ফোনে বার বার কল দিলে তিনি কলটি রিসিব করেননি।
এবিষয়ে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার বলেন আমি ওসি সাহেবের সাথে কথা বলে দু দিনের সময় চেয়ে নিয়েছি।এসময়ের ভিতরে কিভাবে বিষয়টি সুন্দর ভাবে শেষ করা যায় তা চেষ্টা করব।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, ঘটনার পর আমি তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ