আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে গোবর রেখে দূঘটনার স্পর্ট বানানোর অভিযোগে

স্টাফ রিপোর্টার:-
গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বরিশালের আগৈলঝাড়ার ফুল্লশ্রীর টেকনিক্যাল স্কুলের সামনে সড়কে গোবর রেখে সড়ক দূঘটনার স্পর্ট বানানোর অভিযোগ উঠেছে বাদশা ফকিরের বিরুদ্ধে। সড়কে গোবর রাখার কারনে ওই স্থানে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাদশা ফকির বাড়ির পাশের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের টেকনিক্যাল স্কুলের সামনে গোবর রাখিয়া সড়ক পিচ্ছিল করছে। যার কারনে ওই স্থানে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। অনেকে ওই স্থানে দূর্ঘটনার কারনে পঙ্গুত্ব বরন করতে হচ্ছে। বাদশা ফকিরকে একাধিবার ওই সড়কে গোবর রাখার জন্য নিষেধ করা হলেও সে কাররো কথা শুনছেন না। এঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় বাবু ফকির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, সরেজমিন গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ