শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো: মাসুম শিকদার ও সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ কামিল সারোয়ার নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২০ মে) রাতে প্রিজাইডিং অফিসার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয। এরপর শুরু হয় ভোট গণনা।
নির্বাচনে সভাপতি পদে মো: মাসুম শিকদার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইলিয়াস হোসেন পেয়েছেন ১২৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ কামিল সারোয়ার ১৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মুশফিকুর রহমান লিটন পেয়েছেন ১২৪ ভোট।
কার্যকরী সভাপতি পদে এস এম মওদুদ হোসেন রেন্টু, সহ-সভাপতি পদে মুন্সী তাইমুর রহমান, হাজী আসমত আলী শেখ ও মো: মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: স্বপন মোল্লা নির্বাচিত হয়েছেন।
কোষাধাক্ষ পদে হেদায়েত আলী, সাংগঠনিক সম্পাদক পদে কাজী জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর কাজী, দপ্তর সম্পাদক পদে মো: রিয়াজুল ইসলাম লেবু, সড়ক সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, হেমায়েত কাজী, শরিফ আরজ আলী, মো: সুমন মাতুব্বর, মো: উজ্জ্বল মিয়া, নাজমুল শেখ নির্বাচিত হন।
সদস্য পদে মো: বিলাস শেখ, নিজামুল কবীর হিটু, পিনক কুমার বাড়ৈ, কাজী এনামুল হক, মো: কবীর হোসেন, পিনক কুমার বাড়ৈ, মো: মনিরুজ্জামান মনু, শেখ মোহাম্মদ শাহীন ও মো: শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে মোট ভোটার ছিল ২৮৪ জন। এরমধ্যে ভোট প্রয়োগ করেন ২৭৭ জন।
এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয় পুলিশ। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
প্রসঙ্গত, গত ০৫ মে নির্বাচনের প্রতিক বরাদ্দ নিয়ে এই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয় ১৫ জন। #