আকাশ দাশ সৈকত
নিতম্বের চোটের কারণে আসন্ন ফেঞ্চ ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল।
আগামী ২৮ মে শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে ফ্রেঞ্চ ওপেনের পরবর্তী আসর। তবে গত জানুয়ারি থেকে কোর্টের বাইরে থাকা নাদাল এই টুর্নামেন্ট খেলতে পারবে কিনা সেটা নিয়ে ছিলো শঙ্কা। তবে ফ্রেঞ্চ ওপেনে খেলার জন্য গত কিছুদিনে অনুশীলন চালিয়ে গেছেন তিনি। তবে টুর্নামেন্ট খেলার জন্য পুরোপুরি ফিট নয় এই টেনিস তারকা। তাইতো এবার আসন্ন ফেঞ্চ ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।
ফেঞ্চ ওপেন থেকে নাম সরিয়ে নেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘এবার আমার পক্ষে ফ্রেঞ্চ ওপেনে নামা কোনোভাবে সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ওপেনে আমাকে যে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, এখনও সেই সমস্যা একেবারেই সমাধান হয়নি। তাই আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। সেই জন্য ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি।’