ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আকাশ দাশ সৈকতঃ

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স টুর্নামেন্টের ইয়ুথ বিভাগে (অনূর্ধ্ব-১৭) ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ মানে উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণে ভরপুর সেটা জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যেন আরেকবার প্রমাণ হলো। ম্যাচের শুরু থেকে ভারত এগিয়ে থাকলেও গোল করে প্রতিবারই সমতায় ফিরতে দেরি করেনি বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই ২০-২০ সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ভারতের প্রাধান্য বালানো মানে লাল কার্ড দেখতে ৬ জনে পরিণত হয় ভারত আর সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। ৪৬-৪৩ গোল ব্যবধানে জিতে বয়সভিত্তিক কিংবা জাতীয় পর্যায়ে কোন ম্যাচে ভারতকে পরাজিত করলো বাংলাদেশ। এছাড়া চ্যাম্পিয়ন হওয়ায় সাউথ-সেন্ট্রোল এশিয়া জোন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ দল খেলবে এই টুর্নামেন্টের দ্বিতীয় বিভাগে।

এইদিকে টুর্নামেন্টে ইয়ুথ দল ভারতকে পরাজিত করতে পারলেও ইয়ুথ দলের মতো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জুনিয়র দল। ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে দলটি হেরেছে ৪৮-১৭ গোল ব্যবধানে।

সর্বশেষ