মোঃ আরিফুল ইসলাস , বেনাপোল প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও আওয়ামীলীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার (১৭ মে) বিকাল ৩টার সময় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ,বঙ্গবন্ধুর দর্শনে শেখ হাসিনার পথ চলা, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাতীয় সংসদ সদস্য যশোর ৮৫ /১ জনাব, শেখ আফিল উদ্দিন, এমপি ।
শেখ আফিল উদ্দিন এমপি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বিদেশে থাকার কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় সৌভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা প্রাণে বেঁচে যান। পৃথিবীর বিভিন্ন দেশে যাযাবর জীবন কাটিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রায় ৬ বছর পর ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন।
তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলার জনগণের অকুণ্ঠ সমর্থন ও অসীম আস্থার কারণে তিনি বার বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিস্ময়কর অবদান রেখে চলছেন।’
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন , শার্শা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ,আলেয়া ফেরদৌস , বাগআচঁড়া ইউনিউন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াজ কবীর বকুল , উলাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইনামুল হক মুকুল , পৌর সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন ,যুব-লীগের সভাপতি, ওহিদুজ্জামান ওহিদ, যুব -লীগের সাধারণ সম্পাদক, ছোয়ারব হোসেন, সাবেক সভাপতি ,আব্দুর রহিম সর্দার ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,মুক্তিযোদ্ধা কমান্ড শার্শা উপজেলা শাখা, ইউনিয়নের চেয়ারম্যান , ইউপি সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ৷
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন , বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু , সভাপতি শার্শা উপজেলা আওয়ামীলীগ ,উপজেলা চেয়ারম্যান , সঞ্চালনা করেন অধ্যক্ষ যুগ্ন সাধারণ সম্পাদক শার্শা উপজেলা আওয়ামীলীগ ও সাবেক সদস্য জেলা পরিষদ ।