ইবি প্রতিনিধি-
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুসারে, সমন্বিত বি, সি ও এ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রভাবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে আগামী ২০ মে, ২৭ মে, ৩ জুন ও ৫ জুন দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে অপর এক প্রজ্ঞাপনে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আট দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গুচ্ছ পদ্ধতির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে এবং ২ থেকে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সব ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।