আকাশ দাশ সৈকত উইন্ডিজদের প্রধান কোচের দায়িত্ব পেলেন দুইবারের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার ড্যারেন স্যামি। সাদা বলের ক্রিকেটে তাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি এক বিবৃত্তিতে জানিয়েছে ক্রিকেট উইন্ডিজ। সবধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। যার নেতৃত্বে ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো উইন্ডিজ। তবে এবার খেলোয়াড়ী জীবন ছেড়ে ড্যারেন স্যামি নাম লিখিয়েছেন কোচিংয়ে। উইন্ডিজ দলের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই তারকা ক্রিকেটার। আগামী জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে শুরু হয়ে উইন্ডিজের সাথে স্যামির নতুন পথচলা। ক্যারিবিয়ানদের কোচের দায়িত্ব পাওয়া স্যামি বলেন, ‘এটি (কোচ হিসেবে নিয়োগ) চ্যালেঞ্জিং অবশ্যই, তবে আমি প্রস্তুত আছি। আমি সত্যিই সুযোগের অপেক্ষায় রয়েছি, বিশেষ করে ড্রেসিংরুমে কী ধরণের প্রভাব ফেলতে পারি। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে আবেগ, সাফল্যের আকাঙ্খা ছিল, একইভাবে তা এখনো আছে। উইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার অবিরাম ভালবাসা।’ গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর উইন্ডিজের কোচের দায়িত্ব ছেড়ে দেন ফিল সিমন্স। এরপর এতদিন দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছিলেন আন্দ্রে কোলি। তবে এবার কোচ হিসেবে স্যামিকে নিয়োগ দিলো উইন্ডিজ ক্রিকেট। যার অধীনে জিম্বাবুয়েতে ক্যারিবিয়ানরা খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই। ৬৮ টি-টোয়েন্টি, ১২৬ ওয়ানডে ও ৩৮ টেস্ট খেলা সামি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার আরও বড় দায়িত্ব পেলেন ক্যারিবিয়ানদের সাবেক এই অলরাউন্ডার।