আকাশ দাশ সৈত
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস। সম্প্রতি দৈনিক দ্যা টেলিগ্রাফকে এমন তথ্য জানিয়েছেন বিলিংস নিজে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস। সর্বশেষ গেল বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিলেন তিনি। এরপর চলতি বছরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশ সফরের দল থেকে নিজের নাম সরিয়ে ফেলেন এই তাথকা ব্যাটার। যা নিয়ে বোর্ডের রোষের মুখেও পড়তে হয়। ইংলিশ অধিনায়ক জস বাটলার সরাসরি সমালোচনা ও করেছেন বিলিংস কে নিয়ে। তবে জাতীয় দলে নিয়মিত না হলেও ইংল্যান্ডের কাউন্টিতে নিয়মিত খেলতেন বিলিংস। যেখানে মিটিংয়ে জন্য নিয়মিত স্ক্রিনিং টেস্ট ও করতে হলো তাকে। যা পরবর্তীতে কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য স্ক্রিনিং টেস্ট রিপোর্টে ধরা পড়েছে ক্যান্সারে ভুগছেন এই তারকা।
এই প্রসঙ্গে বিলিংস বলেন, ‘আমার মেলানোমা ছিল ০.৬ মিলিমিটার গভীর। ০.৭ মিলিমিটার গভীর হলেই সেটি অনেক বেশি বিপদের কারণ হতে পারতো। আমি যদি সেদিন মিটিংয়ে যাবার জন্য স্ক্রিনিং টেস্ট না করতাম, তাহলে আগামী ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাকে। তখন এটি আরও বেশি ভয়াবহ হতো। মার্জিনগুলো খুব ছোট, কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠতে পারে।’
ইংল্যান্ডের জার্সিতে ৩ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিলিংস।