আকাশ দাশ সৈকতঃ
সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর এশিয়া কাপ খেলতে চায় না বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।
চলতি বছর এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান হলেও রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান সফর করতে চায় না ভারত। যার জন্য এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) যার নাম দেওয়া হয়েছে হাইব্রিড মডেল টুর্নামেন্ট। তবে এমন হাইব্রিড মডেলের বিরুদ্ধে খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি ইএসপিএন-ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলছে, সেপ্টেম্বরে আসরটিতে খেলতে ভ্রমণ সংক্রান্ত জটিলতা এবং সেসময় আমিরাতের তাপমাত্রা অনেকবেশি থাকার বিষয়টি বিসিবি ও এসএলসি সামনে এনেছে, যাকে মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে যেতে না চাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে।
এই প্রসঙ্গে এসএলসির সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা বলেছেন, ‘আমরা হাইব্রিড মডেলের বিরুদ্ধে তা এসিসিকে চিঠি দিয়ে বলেছি। এর বাইরে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বছরের ওই সময়ে সংযুক্ত আরব আমিরাতে খুব গরম।’
এইদিকে পিসিবির এক কর্মকর্তার দাবি, বোর্ডের কাছে বিসিবি এবং এসএলসি ই-মেইলে জানিয়েছে, তাদের পাকিস্তানে খেলতে যেতে কোনো সমস্যা নেই।