হত্যা রহস্য নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। অনু মেনন পরিচালিত ছবিটির নাম ‘নিয়ত’। এটি মূলত একটি থ্রিলার। ‘নিয়ত’- এ একজন নারী সত্যানুসন্ধানীর ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে। ছবিটি প্রযোজনা করেছে প্রাইম ভিডিও এবং বিক্রম মালহোত্রার নেতৃত্বাধীন আবুনদানিতা এন্টারটেইনমেন্ট।
এতে বিদ্যা ছাড়াও রয়েছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা, নিকি ওয়ালিয়া, শশাঙ্ক অরোরা, প্রাজকতা কলি এবং দানেশ রাজভির মতো অভিনেতারা ।অনু মেননের সাম্প্রতিক পরিচালনাগুলির মধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে ‘কিলিং ইভ’-এর সিরিজগুলো। ‘নিয়ত’ লিখেছেন অনু মেনন, প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈত কালা। সংলাপ তৈরি করেছেন কৌসার মুনির। ‘মিশন মঙ্গল’ ছাড়াও গত কয়েক বছরে ‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ এবং ‘জলসা’র মতো ছবিতে বারবার নিজেকে প্রমাণ করেছেন বিদ্যা। কিন্তু এই সমস্ত ছবি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
এবার পালা বড় পর্দার। ৭ জুলাই বড় পর্দায় ফিরছেন বিদ্যা। ‘আমার ছবি কেবল প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে’, ছবির পোস্টার সামাজিক পাতায় ভাগ করে নিয়ে জানিয়েছেন নায়িকা।
‘নিয়ত’ ছবির প্রতি পরতে রয়েছে সাসপেন্স। বিলিয়নিয়ার পার্টিতে রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত করতে দেখা যাবে বিদ্যাকে। আবুনদানিতা এন্টারটেনমেন্ট, অনু মেনন এবং প্রাইম ভিডিওর সঙ্গে এর আগে ‘শকুন্তলাদেবী’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বিদ্যা। ত্রয়ীর দ্বিতীয় ভেঞ্চারে বিদ্যাকে দেখতে মুখিয়ে ভক্তরা।
সূত্র : আউটলুক ইন্ডিয়া