লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ জিতলেন মেসি

আকাশ দাশ সৈকত দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ জিতলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব এবং জাতীয় দলের হয়ে গত বছরটা বেশ দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির। নিয়মিত গোল করেছিলেন আবার কখনো সতীর্থদের দিয়ে করিয়েছেন। সর্বশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর শিরোপা এনে দেওয়ার সবচেয়ে বড় কারিগর ছিলেন এই কিংবদন্তি। তাইতো এমন পারফরম্যান্সের পর সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে ক্রীড়াঙ্গনের সম্মানজনক পুরস্কার ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ পুরুষ বিভাগের সেরা হন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপ জয়ের পর মেসির আর্জেন্টিনাও জিতেছে বর্ষসেরা দলের খেতাব। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বাস্কেটবল তারকা স্টিফেন কারি, সুইডিশ পোল ভল্টার আর্মান্দ দুপ্লান্তিস, ফ্রান্স ফুটবল দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও রেড বুলের ডাচ ফর্মুলা ওয়ান চালক ম্যাক্স ভেস্তারপেনকে পিছনে পেলে এই পুরস্কার অর্জন করেন মেসি। এছাড়া ইংল্যান্ড নারী ফুটবল দল, ফ্রান্স জাতীয় রাগবি দল, গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স (এনবিএ দল), রেড বুল রেসিং (ফর্মুলা ওয়ান) ও রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবকে পেছনে ফেলে ‘ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ সেরার পুরস্কার জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। উল্লেখ্য ২০২০ সালে মেসি পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লুইস হ্যামিল্টনের সঙ্গে। এবার জিতে আরেকটি রেকর্ডও গড়ে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদ তিনিই।

সর্বশেষ