আমাদেরকে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম ও কর্ম অনুসরণ, অনুকরণ করতে হবে: ড.কলিমউল্লাহ

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬৪৫তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জেবউননেসা।
গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী,বঙ্গবন্ধু কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিবাজী ফকির।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, গোপালগন্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার ও জানিপপ’র ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, আমাদেরকে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম ও কর্ম অনুসরণ, অনুকরণ করতে হবে।
সুবীর কুশারী বলেন, ব্যক্তি ও রাজনৈতিক জীবনে, রাজনীতিতে ও রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর আদর্শ ও অনুসৃত নীতি প্রয়োগ করতে হবে।
অধ্যাপক ড.জেবউননেসা বলেন, বঙ্গবন্ধু একটি বহতা নদীর মতো।বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর উপর প্রকাশিত সর্বশেষ বইয়ের সংখ্যা কত এ হিসেব করা কষ্টসাধ্য। কারণ প্রতি দিনই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর ওপর বই বের হচ্ছে। এক কথায় বঙ্গবন্ধু বিশ্ব পরিমন্ডলে এক অমূল্য সম্পদ।
প্রশান্ত কুমার সরকার বলেন, বঙ্গবন্ধু শোষিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির দিশারী।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, রশিদুল ইসলাম রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও রাজশাহী থেকে ড. মাহবুবুল হক।

সর্বশেষ