প্রশিক্ষন শেষে ৪০ শিক্ষার্থীকে কোরআন শিক্ষা সনদ দিল সাদাকাহ ইউএসএ

স্টাফ রিপোর্টার:-
পুরো রমজান মাসে কোরআন শিক্ষার প্রশিক্ষণ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ইউএসএ। বরিশাল জেলার আগৈলঝাড়া পূর্বপাড়া ফকিরবাড়ি মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক নাজমূল রিপনের ব্যবস্থাপনায় প্রথম রমজান থেকে শিক্ষার্থীদের প্রতিদিন কোরআন শিক্ষার আসর শুরু করা হয়। মাদ্রাসা শিক্ষক মাওলানা রাজু আহমেদ এ কার্যক্রম পরিচালনা করেন। পনেরো রমজানে শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে সাদাকাহ ইউএসএ’র স্থানীয় স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কমিউনিটি নেতা এনায়েত ফকির বলেন, সাদাকাহ ফাউন্ডেশনের মত দরদী সংগঠনগুলো দেশের মানুষের জন্য ভাবনা করেন বলেই এখনো তৃনমূলের মানুষ অনেকটা ভাল আছেন। তারা সংগঠনের উত্তোরত্তোর সম্মৃদ্ধিতে আল্লাহর কাছে দোয়া কামনা করেন ইফতার মাহফিলে।
পুরো রমজানের মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ইউএসএ। স্থানীয় আলেম ও গন্যমান্য বক্তিরা এ সময়ে উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন নান্নু ফকির বলেন, শিশু কিশোরদের মাঝে ধর্মীয় শিক্ষা বিস্তারে সাদাকাহ ইউএসএর এই উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়। আগামীতেও সংস্থাটি তার এই কার্যক্রম অব্যাহত রাখুক এমন প্রত্যাশা করেন স্থানীয় গুনীজনরা।

সর্বশেষ