আকাশ দাশ সৈকতঃ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপের আগে কম্বোডিয়ার মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় দলের কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
২০০৩ সালে সর্বশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালের আসরে সর্বশেষ ফাইনাল খেলেছিল বাংলার ফুটবলাররা। তবে তারপর আর কখনো সাফের ফাইনালে উঠতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে ভারতের মাঠে বসতে যাওয়া সাফের পরবর্তী আসরের জন্য বেশ ফেভারিট বাংলাদেশ। তাইতো আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে কম্বোডিয়ার মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী জুনের ১৫ জুন কম্বোডিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচটি খেলবে জামাল-তপুরা গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ
তিনি বলেন, ‘ফিফা উইন্ডোর মধ্যেই ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করতে পেরেছি আমরা। বেশ কিছু ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত কম্বোডিয়াকে পাওয়া গেছে। সেখানে খেলে ১৬ জুন ব্যাঙ্গালোরে উদ্দেশে নমপেন ছাড়বে দল।’