
‘সনচিড়িয়া’য় ইন্দুমতি তোমার চরিত্রে অভিনয় করেন ভূমি পেডনেকর। এক শিশুকে বাঁচাতে মরিয়া ইন্দুকে দেখা যায় ছবিতে।

কারণ, এ ছবিটির আগে মুক্তি পাওয়া আমার সব সিনেমাই ছিল ব্লকবাস্টার হিট। আগে করা চারটি সিনেমা “দম লাগাকে হেইসা”, “টয়লেট এক প্রেম কথা”, “শুভ মঙ্গল জ্যায়দা সাবধান”, “লাস্ট স্টোরিজ” ভালো করে। সব মিলিয়ে আমি আকাশে উড়ছিলাম। “সনচিড়িয়া’ নিয়েও আমার বড় আশা ছিল। কারণ ছবিটির জন্য জীবনের আটটি মাস দিয়েছিলাম। কিন্তু মুক্তির মাত্র ছয় দিন পরই ছবিটি প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয়। তখন আমার হৃদয় যেন ভেঙে গিয়েছিল।’
তবে ফ্লপ হলেও মুক্তির চার বছর পরেও ‘সনিচিড়িয়া’ নিয়ে কথা হয়। যা নিয়ে গর্ব অনুভব করেন ভূমি, ‘ছবিটি যেন এখনো জীবন্ত। যখন মানুষ এটি নিয়ে কথা বলে, আনন্দ হয়। আমার নাম বলতে গিয়ে মানুষ যেমন “দম লাগাকে হেইসা’র কথা বলে, তেমনি “সনচিড়িয়া’র কথাও বলে। এমনকি অনেক পরিচালক “সনচিড়িয়া” দেখার পর তাঁদের ছবিতে আমাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।’
