মেসিকে পিএসজির দরকার নেই

আকাশ দাশ সৈকত সময়ের সেরা অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসিকে পিএসজির দরকার নেই বলে মনে করেন সাবেক ফ্রেঞ্চ তারকা জেরোমি রোথেন। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের জন্য লিওনেল মেসিকে নিষিদ্ধ করেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো চলছে আলোচনা আর সমলোচনা। কেউ কেউ বলছে সৌদি আরবের ক্লাব আল হিলালের সাথে চুক্তি করতে সৌদি আরব সফরে আর্জেন্টাইন তারকা। তবে ক্লাবের অনুমতি ছাড়া সৌদি সফর করা রেকর্ড ব্যালন ডি’অর জয়ী মেসিকে ২ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা শাস্তিকে সমর্থন করছনে সাবেক ফ্রেঞ্চ ফুটবলার জেরোমি রোথেন। আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘সে (মেসি) ভুল করার পর তা স্বীকার করেছে। পিএসজি তাকে শাস্তি দিয়ে ঠিক কাজই করেছে। কারণ পেশাগত দিক থেকে সে অসদাচরণ করেছে। আমি ক্লাবের ম্যানেজার না হলেও আমার কথা পরিষ্কার।’ পিএসজির আর মেসিকে দরকার নেই জানিয়ে রোথেন বলেন, ‘দুই বছর সে এখানে আছে। আমার মতে, ফ্রান্সের চ্যাম্পিয়ন হতে মেসিকে পিএসজির দরকার নেই। এ কথা তো পরিষ্কার যে সে চুক্তি না করে চলে যাচ্ছে। এভাবেই তা (মেসি-পিএসজি সম্পর্ক) শেষ হবে।’

সর্বশেষ