বেনাপোল স্থলবন্দরের আনসার কমান্ডার শামছুরের নেতৃত্বে মালামালসহ চোর আটক

মোঃ আরিফুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল বৃহওম স্থল বন্দরের রপ্তানী মাঠ এলাকা থেকে মালামাল সহ ১ জনকে আটক করেছে আনসার সদস্যরা I

শুক্রবার (৫ মে ) দুপুর ২টার সময় রপ্তানি মাঠ এলাকা থেকে তাকে ধরা হয় । আটক , আল আমিন বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ৷

কমান্ডার শামছুর রহমান বলেন, আমি প্রাই ১ মাস যোগদান করেছি , যোগদানের পরে একের পর এক চোর চক্রের সদস্যদের ধরতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি ৷ বন্দরের নিরাপত্তার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাবো I

সর্বশেষ