তবে কি! ভারতীয় ক্রিকেটাররা খেলবে দেশের বাইরে?

আকাশ দাশ সৈকতঃ

বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে অর্থের কড়াকড়ি আর রুপের বাহাদুরি দেখতে মুখিয়ে থাকে বিশ্ববাসী। একবারের জন্য হলেও এই লিগে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের তারকা ক্রিকেটাররা। তবে আইপিএলের মতো এখন বেশ কিছু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট চালু হয়েছে। এমনকি দশ ওভারের টুর্নামেন্ট চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে ভারতীয় ক্রিকেটারদের বিষয়ে ব্যাপারটা বেশ উল্টো কারণ একমাত্র আইপিএল ছাড়া আর কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারে না তারা।

তবে সময় পাল্টে গেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকরা এখন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের দল কিনছে। এমনকি প্রশ্ন উঠেছে তারকা ক্রিকেটাররা যেন জাতীয় দলের সাথে চুক্তি না করে পুরো মৌসুম খেলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। যদি এমন হয় তবে আন্তর্জাতিক ক্রিকেটের আগ্রহ হারাবে সবাই, এতে ক্ষতি হবে ভারতের ক্রিকেটেরও। কেননা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের। আর সেজন্য বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ভারতীয় ক্রিকেটারদের অনুমতি চান ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে ক্রিকেট যেদিকে এগোচ্ছে, এতে করে জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ক্রিকেটাররা সমস্যায় পড়বেন।

ক্রিকইনফোকে শাস্ত্রী বলেন, ‘ক্রিকেট যে সেদিকেই (আন্তর্জাতিক ক্রিকেট গুরুত্ব হারাচ্ছে) যাবে, এটা নিশ্চিত। আপনি আমাদের দেশের জনসংখ্যার দিকে তাকালে দেখতে পারবেন, দেশে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) মানুষ, অথচ মাত্র ১১ জন ভারতের হয়ে খেলে। বাকিরা কী করবে?’

‘বাকি ৬০-৭০ জন ক্রিকেটার আসলেই কী করবে? তাদের যদি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ থাকে, তাহলে তারা সেটা লুফে নেবে। এটা সাধারণ একটা বিষয়। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি না থাকলে, কেউ তাদের বঞ্চিত করতে পারবে না। তাহলে তাদের যাওয়া থেকে কে আটকাবে?’ যোগ করেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

সর্বশেষ