জেলেনস্কি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানান, ‘হামলায় ৪৮ জন আহত হয়েছেন। এদের সবাই বেসামরিক নাগরিক! দিন এখনও শেষ হয়নি! এক অঞ্চলেই এতো হতাহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত পথ পিছে ফেলে গেছে’।
এছাড়া রাশিয়ার দখলে থাকা খেরসন অঞ্চলের এলাকা থেকে চালানো হামলায় মূল শহরের বাইরের গ্রামে আরও চারজন নিহত হয়েছেন। নিহত ওই চারজনের মধ্যে তিনজন প্রকৌশলী। হামলার সময় তারা আগের রুশ হামলায় পাওয়ার গ্রিডের ক্ষতি মেরামত করার চেষ্টা করছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হতাহতরা সবাই হাইপারমার্কেটের ক্রেতা বা কর্মী। ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ‘যখন শত্রুরা যুদ্ধক্ষেত্রে কিছুই অর্জন করতে পারে না, তখন তারা শান্তিপূর্ণ শহরগুলোতে হামলা চালায়।’