কক্সবাজার সমুদ্র সৈকতে জ্ঞানের আলো পাঠাগারের শোভাযাত্রা ও পাঠচক্র

নিজস্ব সংবাদ দাতা কোটালীপাড়া : পর্যটকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে আজ বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও পাঠচক্রের আয়োজন করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সামাজিক-মানবিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা শিক্ষা, যুব উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। করোনা মহামারীর সময় অসহায়, দুস্থ ও অসুস্থ বহু মানুষকে খাদ্য, চিকিৎসা সহায়তা করেছে সংগঠনটি। জ্ঞানের আলো পাঠাগারের ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম আজ কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটকদের উদ্বুদ্ধ করতে শোভাযাত্রায় অংশ নেয়।

এটি সমুদ্রের কূল ঘেঁষে কলাতলী পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর তারা পাঠচক্রে অংশ নেন। এ সময় সৈকতে ঘুরতে আসা পর্যটকরা সাধুবাদ জানান জ্ঞানের আলো পাঠাগারের ব্যতিক্রমী এই আয়োজনকে। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ‘‌মানুষ বই পড়েই নিজেকে জানতে পারেন এবং জীবনকে আলোকিত করতে পারেন।

একটি ভালো বই মানুষকে বদলে দিতে পারে। সেই লক্ষে আমরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে কক্সবাজারে এসে পর্যটকদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে শোভাযাত্রা ও পাঠচক্রের আয়োজন করলাম।’ কক্সবাজার সমুদ্র সৈকতে ময়মনসিংহ থেকে ঘুরতে আসা এক দম্পতি আনোয়ার ও পারুল বলেন, ‘‌অনেকবার আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি। এবারই একটি ব্যতিক্রম আয়োজন দেখলাম জ্ঞানের আলো পাঠাগারের। অনেক পর্যটক এই বইপাঠে উদ্বুদ্ধ হবে।

সর্বশেষ