রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো।
খবরে বলা হয়েছে, বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে।
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি এবং ক্রেমলিনের ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি।
ক্রেমলিন সতর্ক করে বলেছে, রাশিয়া এক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবেও দেখছে রুশ প্রশাসন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলায় ব্যবহৃত একটি ড্রোন বিস্ফোরণের মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আরটি। তবে ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রুশ এই সংবাদমাধ্যম।
ভিডিওতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের ওপর একটি বস্তু উড়ে গিয়ে আঘাত করছে। সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৯ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করে আরটি লিখেছে, সন্ত্রাসী হামলায় ক্রেমলিনের ওপর মনুষ্যবিহীন যান বিস্ফোরণের মুহূর্ত।
হামলার মুহূর্তটি ক্রেমলিনের ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে পুতিনের কার্যালয়। মস্কো এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করছে।
ক্রেমলিন বলেছে, এই হামলায় দু’টি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
Two people can be seen climbing the dome at the Kremlin as the reported Ukrainian drone hits pic.twitter.com/XdoCO6HdqB
— Faytuks News Δ (@Faytuks) May 3, 2023