দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ মেসি

আকাশ দাশ সৈকতঃ

ক্লাবে অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের জন্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিষিদ্ধ করেছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ক্লাবের পক্ষ থেকে যদিও মেসির নিষেধাজ্ঞার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি তবে ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও আরএমসি স্পোর্টসের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি।

উল্লেখ্য রোববার ৩০ এপ্রিল লরিয়েন্টের কাছে ৩-১ গোলে হেরে যায় পিএসজি। দলের হারের দিনে মাঠে ম্লান ছিলেন আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্স । যার জন্য ক্লাবটির সমর্থকরা সমলোচনা শুরু করে মেসির নাম ধরে। এরপরই প্যারিস থেকে সৌদি আরবের দিকে উড়াল দেন মেসি।

এইদিকে মেসির সাথে ফরাসি ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। তবে তার আগে মেসির সৌদি আরব সফর নিয়ে তুমুল আলোচনা চলছে নেটপাড়ায়।

সর্বশেষ