চলে গেলেন হেনা আহমেদ

বিশেষ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে অবস্থিত হেনা আহমেদ হাসপাতালের দাতা হেনা আহমেদ গত ২ মে সোমবার দুপুরে রাজধানীর বাংলামটরের ওয়ালস টাওয়ারে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী আবুল বাসেত শফিক উদ্দিন আহমেদ, লন্ডন প্রবাসী দুই পুত্র সন্তান আবরার আত্রেয় আহমেদ, এসরার অবিন আহমেদ, নাতি নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। লন্ডন প্রবাসী দুই পুত্র সন্তান আবরার আত্রেয় আহমেদ, এসরার অবিন আহমেদ, নাতি নাতনীরা আজ সন্ধ্যায় ঢাকা আসবেন। আগামীকাল মুন্সিগন্জের হাঁসাডা ইউনিয়নের আলমপুর গ্রামে হেনা আহমেদ হাসপাতাল প্রঙ্গনে সকালে জানাজার নামাজ ও দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে ঢাকা আহছানিয়া মিশন ও হেনা আহমেদ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এবং মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

হেনা আহমেদ ১৯৩৮ সালের ১২ এপ্রিল আলমপুরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবার নাম হোসেন আলী। হোসেন আলী তার নিজের অর্থায়নে এলাকায় মানুষের কল্যাণে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। হেনা আহমেদের অর্থায়নে আলমপুরে ২০১৬ সালে ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত হেনা আহমেদ হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ