কামরাঙ্গীরচর থানা পুলিশ কর্তৃক ইয়াবা,গাঁজা ও মদসহ গ্রেফতার-৩

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

কামরাঙ্গীচরের সাইনবোর্ড এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ পাভেল, মোঃ রামিম ও মোঃ নিজাম উদ্দিন। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার জানান,সোমবার (১ মে ২০২৩) এসআই মোঃ জিয়াউর রহমান থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পান, কামরাঙ্গীরচরের সাইনবোর্ড এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার জন্য কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে রাত ১১:০৫টায় শেখ জামাল স্কুল সংলগ্ন নৌকাঘাটের সামনে থেকে ইয়াবা, গাঁজা ও চোলাইমদসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ