আলোকিত মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে আজ মহান মে দিবস উদযাপন করা হয় । সোমবার নরসিংদীর মনোহরদীতে সকালেঃই সফল কমিশনার (প্যানেল মেয়র) এবং মনোহরদী পরিবহন প্রা:লিমিটেডের এমডি মো: মাসুদ রানা এবং পৌরসভার সংরক্ষিত তিন জন মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন শ্রমজীবি মানুষ সহ শতাধিক মানুষের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ র্যালি হয় মনোহরদী উপজেলায় ।
এই সময় শতাধিক অটোড্রাইভার সহ বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে গেন্জি ও টি শার্ট বিতরণ করা হয়।
-মনোহরদীতে বিভিন্ন শ্রেণীপেশার নারীদের মাঝে আলোকিত নারী সম্মাননা প্রধান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে মনোহরদীর স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মো মাসুদ রানা কমিশনার ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ উল্লাহ পলাশ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, সমাজকর্মী আনোয়ার হোসেন খোকন, নরসিংদী আলোকিত মানুষ ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম সরকার, এবং আলোকিত মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমিন সুলতানা তুলি খান।।