জাতীয় দলের সাথে আর কাজ করবেন না সিডন্স

আকাশ দাশ সৈকতঃ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে আর কাজ করবেন না দলটির ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। সম্প্রতি নিজের ফেজবুক পেজে এমনটাই জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার।

২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন সিডন্স। যার অধীনে থেকে শুরু হয়েছিলো বাংলাদেশ দলের সোনালি সময়ের ক্রিকেটের যাত্রা তৈরি করেছিলেন সাকিব-তামিমদের মতো তারকা ক্রিকেটারদের। তবে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সর্বশেষ দ্বিতীয় দফায় গত বছর ঢাকায় আসেন জেমি সিডন্স। নিয়েছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচের দায়িত্বভার। তবে এবার জাতীয় দলের দায়িত্ব ছেড়ে সিডন্স দায়িত্ব নিতে চলেছে বাংলাদেশ এইচপি দল এবং বাংলাদেশ টাইগার্স দলের।

নিজের ফেসুবক পোস্টে জেমি সিডন্স লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সঙ্গে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের (বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দল) সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।’

তিনি আরও বলেন, ‘আমি তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিসিবি এখন তা বাস্তবায়ন করতে যাচ্ছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমি বুঝি, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং ট্রেইনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে।’

সর্বশেষ