ম্যাচ চলাকালে বজ্রপাতে নিহত ক্রিকেটার!

ম্যাচ চলাকালে বজ্রপাতে নিহত ক্রিকেটার!

আকাশ দাশ সৈকত

গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে এক ক্রিকেটার মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে ধানমন্ডি ক্লাব ও আবহনী ক্রিকেট একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ বিদ্যুৎ চমকালে সকল ক্রিকেটার মাটিতে শুয়ে পড়ে। তবে বজ্রপাত শেষে সবাই উঠে দাঁড়ালেও ধানমন্ডি ক্লাবের তামজিদ আহমেদ (২৬) আর দাঁড়ায়নি। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত তামজিদ টাঙ্গাইল জেলার ইমান আলীর ছেলে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম ও সদর থানা পুলিশের ওসি মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ডিসি স্যারও উপস্থিত ছিলেন। আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি।

সর্বশেষ