নারী মৈত্রী নগর হতদরিদ্র জনগনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে কাজ করে আসছে। গত ০৫/০৪/২০২৩ ইং তারিখে ঢাকার বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগিড়বকান্ডে অসংখ্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়। ব্যবসায়ীদের পাশাপাশি উক্ত প্রকল্পের প্রায় ৮০টি হতদরিদ্র পরিবারের জীবন ও জীবিকা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের অধিকাংশ অত্র মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়, চাকরি, পরিছন্নতা কর্মী, পলিথিন কুড়ানো ও কেনাবেচাসহ বিভিন্ন ক্ষুদ্র পেশার সাথে জড়িত ছিল। তারই অংশ হিসেবে বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে উক্ত প্রকল্পের ক্ষতিগ্রস্থ ৮০ টি পরিবারকে নগদ মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৩০,০০০/- টাকা করে তাদের নিজস্ব নগদ একাউন্টে প্রেরন করে। যার মধ্যে ৫০০০/- শর্তহীন অনুদান ও বাকি ২৫,০০০/- ব্যাবসায়িক মূলধন বাবদ প্রদান করা হয়। শর্তহীন ৫০০০ টাকা তারা তাদের পরিবারের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবে এবং অবশিষ্ট ২৫,০০০ টাকা দিয়ে তাদের ব্যবসায় পূনরায় সচল করতে পারবে ।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মহোদয়- জনাব মোহাম্মদ মমিনুর রহমান। আরো থাকবেন এনজিও বিষয়ক ইনচার্জ জনাব বাবলি শবনম মেজিষ্টেট, এসি ল্যান্ড (লালবাগ সার্কেল, ঢাকা) এস কে মোঃ মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সম্মানিত কান্ট্রি ডিরেক্টের ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মহোদয়, জনাব ফরিদ উদ্দিন আহম্মেদ রতন। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করবেন নারী মৈত্রীর সম্মানিত নির্বাহি পরিচালক শাহিন আক্তার ডলি । অনুষ্ঠানে নারী মৈত্রীর ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের অন্যন্য ম্যানেজমেন্ট পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মানিত জেলা প্রশাসক নগদ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ক্ষতিগ্রস্থ বাবসায়ী ও পরিবারকে অনুদান পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন।
জেলা প্রশাসক- জনাব মোহাম্মদ মমিনুর রহমান, তার বক্তব্যতে নারী মৈত্রী ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী এবং তাদের পরিবারের পাশে দাড়ানোর জন্য বিশেষ ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরো এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
মানিষ কুমার আগরওয়াল- কান্ট্রি ডিরেক্টর, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, তার বক্তব্যতে সম্মানিত জেলা প্রশাসক, অন্যন্য স্থানীয় সরকার প্রতিনিধি, নারী মৈত্রী সংস্থা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীগন যাতে উক্ত অর্থ ব্যবহার করে পুনরায় নতুন ঘুরে দাড়াতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।
শাহিন আক্তার ডলি- নির্বাহী পরিচালক, নারী মৈত্রী, তার বক্তব্যতে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীগন ও তাদের প্রবিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডকে প্রকল্প শেষ হয়ে যাবার পরেও, এমন বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্থ প্রকল্পের অংশগ্রহণকারীদের সহযোগিতা অব্যহত রাখার জন্য ধন্যবাদ জানান।