আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না

আকাশ দাশ সৈকতঃ

আমার মনে হচ্ছে আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন অলরাউন্ডার নাসির হোসেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ে অন্যতম সেরা তারকা ছিলেন ফিনিশার খ্যাত নাসির হোসেন। তবে অফফর্ম আর মাঠে বিতর্কিত কর্মকান্ডের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে অনেকবার। তবে পারফরম্যান্স করে আবারো জাতীয় দলের ফিরতে চাইলেও নজরে পড়েন না নির্বাচকদের। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৬৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট। ছন্দে আছেন চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে)।

নিজের পারফর্ম্যান্স নিয়ে আলোচনায় থাকলেও, নির্বাচকদের নজর কাড়তে পারছেন না নাসির। ২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা নাসিরের মনে তাই এই নিয়ে ক্ষোভ। দল নির্বাচন নিয়ে সন্তুষ্ট না থাকায়, দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারেও ভাবছেন তিনি। যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথা চিন্তা করছেন এই ডানহাতি ক্রিকেটার। আপাতত স্থানীয় মাইনর লিগে খেলার কথা ভাবছেন। ভবিষ্যতে সেখানে স্থায়ী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

দেশের এক গণমাধ্যমকে নাসির বলেন, ‘আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন। আমার কাছে মনে হচ্ছে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’

যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলা প্রসঙ্গে নাসির বলেন, ‘এই বিষয়ে এখনই আমি কিছু বলব না। দেখি কি হয়। আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতে পারি। বিষয়টা এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’

সর্বশেষ