শার্শা সীমান্ত থেকে ৭৮ কেজি গাঁজার বড় চালান জব্দ করেছে পুলিশ

মোঃ আরিফুল ইসলাম , বেনাপোলপ্রতিনিধি :

যশোরের শার্শার সীমান্ত থেকে ৭৮কেজি গাঁজা জব্দ করা হয়েছে । ভারত থেকে চোরাই পথে মাদকের চালান টি আনা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৯ এপ্রিল ) ভোররাতে শার্শার শালতা গ্রামের কাতলাকুড়ো বিল থেকে মাদকের চালানটি জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে ৷

গাঁজা জব্দের বিষয়ে ওসি আকিকুল ইসলাম বলেন, শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে এসআই খান সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সেখানে গোপনে অবস্থান করেন। ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারীরা দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তার ভেতরে ৭৮ কেজি গাঁজা পাওয়া যায়। যার বাজারমূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানান ।

আরো বলেন ,শার্শা উপজেলার ফুলসর গ্রামের বয়দার রহমানকে(৩৩) পাচারকারি হিসেবে চিনতে পারায় তাকে আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সর্বশেষ