আকাশ দাশ সৈকত ভারতের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দলে রেখেই বিশ্বকাপের জন্য দল গঠনের পরিকল্পনা সাজাচ্ছেন বিসিবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের সাথে ছিলেন মাহমুদউল্লাহ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজে দলের বাইরে রাখা হয়েছিলো তারকা এই অলরাউন্ডারকে। যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছিলো দেশের ক্রিকেটে মাহমুদউল্লাহর ক্রিকেট ক্যারিয়ার কি এইখানে শেষ? তবে আসন্ন ভারত বিশ্বকাপের জন্য দল গোছানোয় পুরোদমে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মাহমুদউল্লাহর থাকা-না থাকার নাটক চলমান। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন, বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর কোনো সুযোগ দেখছেন না তিনি। তবে এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, মাহমুদউল্লাহকে রেখেই বিশ্বকাপের জন্য দল গঠনের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘২৪ জন খেলোয়াড় আমাদের পুল করা আছে। সুতরাং এখানে নির্দিষ্ট কোনো নাম না, এখানে যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। তো যাকে যখন প্রয়োজন মনে করবো তখনই তাকে দলে নেয়া হবে।