আকাশ দাশ সৈকত পারিবারিক কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরে এসেছেন বাংলাদেশী ওপেনার লিটন কুমার দাশ। কোলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এই তারকা ব্যাটারের। আইপিএল নিলামে প্রথমবারের মতো কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ডাক পেয়েছিলো বাংলাদেশী ওপেনার লিটন কুমার দাশ। তবে আইপিএলের চলতি আসরে কেবল একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট হাতে ওপেন করতে নেমে ৪ রানের সাথে মিস করেছিলেন একটি স্ট্যাম্প আউট। যার জন্য কোলকাতা সমর্থকদের কাছে বেশ সমলোচিত হয়েছিলেন তিনি। তবে এবার পারিবারিক কারণে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছেন লিটন। লিটনের ফিরে আসার বিষয়টি জানিয়েছে কলকাতা কর্তৃপক্ষ। দলটির মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’ আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। ৩০ এপ্রিল বাংলাদেশ দলের ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা। আইপিএল খেলার জন্য লিটনকে বিসিবি ছাড়পত্র (এনওসি) দিয়েছিল আগামী ২ মে পর্যন্ত। সেটা আরও দুদিন বাড়িয়ে নেন লিটন। তবে কলকাতা তাকে যেভাবে উপেক্ষা করছে, তাতে আইপিএলের বাকি অংশে তিনি যোগ দেবেন কিনা, সেটা বড় এক প্রশ্ন।