চট্টগ্রামে টায়ারের গুদামে ভয়াবহ আগুন!

আকাশ দাশ সৈকত
চট্টগ্রাম শহরের দেওয়ানহাটে এক পরিত্যক্ত টায়ারের গুদামে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করেছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে খোলা স্থানে রাখা ওই টায়ার গুদামে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

তারা জানায়, অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে দেখি। এ সময় অগ্নিকাণ্ডের জায়গা থেকে বিপুল পরিমাণ কালো ধোয়া দেখতে পাই আমরা।

এদিকে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সর্বশেষ