রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি:
সারাদেশে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ।
গত সোমবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এরই ফলশ্রুতিতে ঈদের ছুটিতে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কৃষকের পাকা ধান কেটে এবং মাড়াই করে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নারী কর্মীরাও সমানভাবে অংশ নিচ্ছে।
শনিবার (২৯এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি তুষার মাহমুদ এর নেতৃত্বে ছাত্রলীগের ৫-৬ জন কর্মী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের কালাম মিয়া নামের এক কৃষকের ৫ কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
জমির মালিক কালাম মিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,তুষার সহ ছাত্রলীগের কর্মীরা আমাদের ধান সহায়তা করেছে।এর জন্য ছাত্রলীগ কর্মীদের ধন্যবাদ জানাই।আমরা সাধারণ মানুষ ছাত্রলীগের কাছে এরকম সেবামূলক কাজ সবসময় প্রত্যাশা করি।
এ বিষয়ে জবি বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি তুষার মাহমুদ বলেন, কৃষি প্রধান এই বাংলাদেশ ভৌগোলিক ও অবস্থানগত কারণে প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হয়।যার ফলে কৃষকের ধান কাটতে নানামুখী সমস্যা সৃষ্টি হয়।কৃষিবান্ধব নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভায়ের নির্দেশে,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ভাইয়ের সৎ পরামর্শে কৃষকের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাই।এছাড়াও করোনার সময়ও অসহায় কৃষকের পাশে ছিলাম।দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগ সদা প্রস্তুত। স্মার্ট ইকোনমি গড়ে তুলতে কৃষি এবং কৃষকের ভূমিকা অনেক বেশি।তাই কৃষি এবং কৃষককে বাঁচাতে পারলে দেশকে বাঁচানো সম্ভব। এজন্যই আমরা বলি বাঁচবে কৃষক বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ।