রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। ঢাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির দেখা পেল নগরবাসী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে রাস্তায় চলাচলরত গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। এর আগে দুপুরের পর থেকে ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপরই শুরু হয় হঠাৎ বৃষ্টি।
এদিকে, তীব্র তাপপ্রবাহের ২০ দিনের বেশি সময় পোড়ার পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে ফরিদপুর। সাথে বয়ে গেছে ঝোড়ো হাওয়াও। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। টানা তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।
বৃহস্পতিবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের দিকে কালো মেঘে ঢেকে যায় ফরিদপুরের আকাশ। পরে বিকাল ৪টায় শুরু হয় ঝোড়োহাওয়া। কিছুক্ষণ পর ঝড়োহাওয়ার সঙ্গে শুরু হয় ঝুমবৃষ্টি।
পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগেও ফরিদপুরে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। এ বৃষ্টি গ্রীষ্মকালীন ফল আম ও লিচুর জন্য আশীর্বাদস্বরূপ। তবে ঝোড়োহাওয়ায় আম ও লিচু ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, গত কিছুদিনের গরমে দম যায় যায় অবস্থা। বৃষ্টিতে এবার কিছুটা স্বস্তি মিলেছে। গ্রীষ্মকালীন ফলের জন্যও এ বৃষ্টি খুব উপকারী। বিগত দিনগুলোতে সূর্যের প্রখরতায় আর ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস অবস্থা ছিল।
তীব্র তাপপ্রবাহের ২০ দিন পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে ফরিদপুর। ছবি: প্রতিনিধি
ফরিদপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, টানা তাপপ্রবাহে জনজীবন হাঁসফাঁস অবস্থায় ছিল। সূর্যের প্রখরতায় মানুষ অসহায় ছিল। কয়েকদিন আকাশ মেঘলা হলেও বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির দেখা মেলে।
এদিকে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের ওপর দিয়ে যে দাবদাহ বয়ে চলেছে তা অব্যাহত থাকবে।
এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।