শাহজালালের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ১৫ দিনের সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সরকারপ্রধান এই লাউঞ্জ উদ্বোধন করেন। উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসান জাহিদ তুষার বলেন, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের পাশে নির্মিত ভিভিআইপি লাউঞ্জটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

মঙ্গলবার ১৫ দিনের জন্য জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফরে টোকিওর উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী। এই সফরে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা।

জাপানের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে টোকিওতে পৌঁছানোর কথা রয়েছে সরকারপ্রধানের। এরপর ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। একই দিনে চুক্তি স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে ওই বৈঠক শেষ হবে।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ও একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী টোকিও থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। পরবর্তীতে ৪ মে তিনি যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন।

সবশেষ ১৫ দিনের সফর শেষে আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ