রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস লাইনে লিকেজের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেল থেকে রাজধানীর বারিধারা, ইস্কাটন, তেজকুনিপাড়া, মহাখালীর ওয়ারলেস, টিবি গেইট, বিডিআর ১ নম্বর গেইট, হাজারীবাগ, নয়াটোলা, মগবাজার, মুগদা ও কাজলাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই গ্যাস লিকেজের অভিযোগ পাওয়া যায়।
এনিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে গেছে। এতে গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ।
এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা মেইলকে জানিয়েছেন, রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে আমরা ফোন পেয়েছি। তাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার এলাকায় গ্যাস লিক হচ্ছে। রাস্তায় হাঁটার সময় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও মসজিদের মাইক থেকে চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হচ্ছে।
এছাড়া রাজধানীর মতিঝিল, আরামবাগ, বাড্ডা, বাসাবো, জিগাতলা, ধানমণ্ডি ও হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় এই অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
রাফি আল ফারুক বলেন, আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় হুট করে এই লিকেজ হয়েছে। এছাড়া তিতাস কর্তৃপক্ষ গ্যাস লাইনের লিকেজগুলো শনাক্ত করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার।