চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগার যুবারা!

আকাশ দাশ সৈকত
আসন্ন পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগার যুবারা।

আর মাত্র কয়েকমাস পর শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসরের। দ্বীপরাষ্ট শ্রীলঙ্কা এইবারের আসরের আয়োজক দেশ হওয়ায় বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ দল। তাইতো টাইগার যুবাদের নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে আসন্ন পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে জুনিয়র টাইগারদের। যার জন্য ইতিমধ্যেই ২৫ জন ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প করার কথা রয়েছে বিসিবির। যদিও এর আগে ক্রিকেটারদের স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করেছে তবে এবার স্পিনার আর পেসারদের উপর চোখ রাখবে ম্যানেজমেন্ট।

এই বিষয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার সাংবাদিকদের বলেন, ‘ঈদের আগে একটা ক্যাম্প করেছি। সেখানে ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করা হয়েছে। এখন সময়টা কম। ২৫ তারিখ যাব চট্টগ্রাম। ২৬ তারিখ পাকিস্তান আসবে। ৩০ তারিখ থেকে খেলা।’

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটি চার দিনের ম্যাচ খেলবে টাইগার যুবারা। একই ভেন্যুতে ৬ আর ৮ মে হবে প্রথম দুই ওয়ানডে ম্যাচ। এরপর দুই দল চলে যাবে রাজশাহীতে। সেখানে বাকি ৩ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।

হান্নান সরকার আরো বলেন, ‘আমরা এবার স্পিনারদের ওপর বেশি ফোকাস করছি। শ্রীলঙ্কায় যাওয়ার আগে আমরা ৩৫-৪০টি ম্যাচ পাচ্ছি। যেখানে ওয়ানডে, চার দিন এবং কিছু টি-টোয়েন্টি আছে। হোম সিরিজে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করা হবে। এখান থেকে আমরা ফাইনাল স্কোয়াডের দিকে এগিয়ে যাব।’

সর্বশেষ