আজ রাত থেকে ৭২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

 

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্র হ‌য়ে‌ গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সং‌শ্লিষ্ট এলাকার মস‌জিদ থে‌কে মাই‌কিং ক‌রে সতর্কতা অবলম্ব‌নের জন‌্য অনু‌রোধ জানা‌নো হ‌চ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানা‌নো হয়, আতঙ্কিত হ‌য়ে অন্তত শতাধিক ফোনকল করেছেন ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোল রু‌মে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে আমরা ফোনকল পেয়েছি। তাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেছে, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার এলাকায় গ্যাস লিক হচ্ছে। রাস্তায় হাঁটার সময় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, জিগাতলা, ধানমণ্ডি, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় এই অবস্থা।

তিনি বলেন, আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় হুট করে এই লিখেজ হয়েছে। তারা লিকেজগুলো শনাক্ত করে গ্যাসের লাইন ঠিক করার চেষ্টা চালাচ্ছেন।

সর্বশেষ