আকাশ দাশ সৈকত
উস্কানিমূলক উদযাপনের কারণে নিষিদ্ধ হওয়া বেলজিয়াম তারকা ফুটবলার রমেরো লুকাকুর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন।
ইতালিয়ান লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসের বিপক্ষে ইন্টার মিলানকে সমতায় ফিরিয়ে ঠোঁটের ওপর আঙুল রেখে জুভেন্টাস সমর্থকদের মুখ বন্ধ রাখার ইঙ্গিত দেন বেলজিয়াম ফরোয়ার্ড লুকাকু। বিষয়টি ভালোভাবে নেননি ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এমন উদযাপনকে উস্কানিমূলক আখ্যা দিয়ে লুকাকু নিষিদ্ধ করে তারা।
অথচ তদন্তে উঠে এসেছ এই পেনাল্টি নিতে গিয়ে বর্ণবাদমূলক আচরণের শিকার হন তিনি। যার জন্য ইতালির ক্রীড়া আদালতে আপিল করেও লাভ হয়নি কিছুই। এইদিকে লুকাকুর দল ইন্টার মিলানও প্রতিবাদ জানায় তীব্রভাবে। তারপর ও রায় বহাল থাকে আদালতে। ক্লাবটির দাবি, বর্ণবাদের শিকার হওয়ার পরও লুকাকুকে শাস্তি দেওয়া হয়েছে।
তবে শনিবার নিষেধাজ্ঞার সেই সিদ্ধান্ত তুলে নিয়েছেন খোদ ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। ইতালি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সেই শাস্তি তুলে নেওয়ার কথা জানানো হয়। যার ফলে লুকাকুর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে আর কোনো বাঁধা নেই।