আগৈলঝাড়ার আস্করে সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দিয়েছেন ছাত্র-ছাত্রীরা

স্টাফ রিপোর্টার:- বরিশালের আগৈলঝাড়ায় আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছেন আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা।
সোমবার দুপুরে আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের হল রুমে আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বর্তমান সভাপতি সুমন কান্তি বড়ৈ এর সার্বিক সহযোগীতায় আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক প্রিয়লাল মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুধীর রঞ্জন অধিকারী,অবসরপ্রাপ্ত শিক্ষক সূর্য কান্তি বৈদ্য,শহিদুল ইসলাম,মনিমোহন হালদারসহ অন্যানরা।বিদায়ী সংবর্ধনায় প্রধান পৃষ্ঠপোষকতা ও উদ্যোক্তা ছিলেন সুশান্ত হালদার,লাভলু সরকার,অশোক ওঝা,পরিমল বিশ্বাশ বাবুল হাজরা ও মিঠু বাড়ৈ, মলয় হালদর।
আলোচনা শেষে বিদ্যালয়ের সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সর্বশেষ