বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬২৮তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিবাজী ফকির ।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, জানিপপ’র ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।
সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ঈদ শুধু উৎসবের ছিলনা। বঙ্গবন্ধুর ঈদ ছিল ত্যাগের। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন।শিশুদের উদ্দেশে বলছিলেন, ‘এই পবিত্র শিশুদের সঙ্গে মিশি মনটাকে একটু হালকা করার জন্য।’
শিবাজি ফকির বলেন,রাজনীতি ও মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে বঙ্গবন্ধুর বেশিরভাগ সময় কেটেছে জনতার সাথে। জনতার আনন্দই ছিল বঙ্গবন্ধু ঈদ।
সেমিনারে বক্তারা বলেন,বঙ্গবন্ধু ভাবতেন, ‘ বাংলার জনগণ সেইদিনই ঈদের আনন্দ ভোগ করতে পারবে, যেদিন তারা পরাধীনতা থেকে মুক্তি পাবে, এবং দেশের সত্যিকার নাগরিক হতে পারবে।’ কারণ তিনি ঠিকই জানতেন, পরাধীন থেকে কখনও ঈদের আনন্দ করা যায় না।
সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা