শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা!

আকাশ দাশ সৈকত
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের শেষ সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। যারজন্য ইতিমধ্যে নিগার সুলতানা জৌতিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছে সুলতানা খাতুন। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা দিশা বিশ্বাস এবং স্বর্ণা আক্তার আছে বিসিবির ঘোষিত দলে।

২৯ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দু’দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ২ মে। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মে। ওয়ানডে সিরিজ শেষে ৯ মে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ এবং ১২ মে। এই সিরিজের ভেন্যু এসএসসি।

একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলঃ

নিগার সুলতানা জ্যৌতি, ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দীশা বিশ্বাস, রাবেয়া খাতুন ও সুলতানা খাতুন

সর্বশেষ