মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্য ১৭ জন।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ছয়জনকে শ্রীনগর স্বাস্থ্যে কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে, বাকিদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ মাহফুজুর রহমান আল মামুন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা কবলিত বাস-ট্রাককে রেকার দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।