মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার : গরীব-দুঃখী ও নিম্ন আয়ের অসহায় মানুষদের মধ্যে পবিত্র ঈদ-উল ফিতর এর আনন্দ উপভোগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরসের আহবানে এবং উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হিরা সরকারের অনুপ্রেরণায় ও সাবেক বাসন ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, বাসন মেট্রোথানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেনের অর্থায়নে একহাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কড্ডা ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে গাজীপুর মহানগরের কড্ডা বাজার এলাকায় বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কড্ডা ফ্রেন্ডস ক্লাবের আয়োজন ও বাসন মেট্রোথানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেনের অর্থায়নে উপহার সামগ্রী হিসেবে পোলার চাউল, চিনি, লম্বা সেমাই, সুয়াবিন তৈল, তরল দুধ, নুডুস, লবন, আলু, পিয়াজ, সাবান ও মুসুরির ডাউল সহ নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় অন্যন্যদের মধ্যে টান কড্ডা কাঁঠালিয়াপাড়া এলাকার প্রতিবন্ধী দোকানদার লিটন মিয়ার জন্য উপহার সামগ্রী নেওয়ার জন্য তার বাবা হাসমত ভান্ডারী এসেছিলেন। ছেলের পক্ষে তিনিই হাতে নেন ঈদ উপহার সামগ্রীর প্যাকেট। এ সময় তাঁর চোখ দুটি পানিতে ছলছল করে ওঠে। উপহার পেয়ে খুশি হয়েছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে বলেন, অভাব অন্টনে দিন যাচ্ছে। ঈদের উপহার পেয়ে ভালোই লাগছে, গত বছরও আরিফ আমার জন্য উপহার সামগ্রীর দুইটা স্লিপ দিয়েছিল, এবারও দিয়েছে এজন্য এখানে আসা হয়েছে।
স্থানীয় মিনারা খাতুন বলেন পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র সন্তান। স্বামী মারা যাওয়ায় আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে। এবার ঈদের চিনি-সেমাই কেনার মতো আমাদের সামর্থ্য নেই। এটি পেয়ে ভালোই হয়েছে। ঈদের দিন আমার সন্তানকে নিয়ে ঈদ কাটাতে পারবো।
এসময় যুবলীগ নেতা আল- মামুন, ফরিদ, ইউনুস, মুন্না, ইমন, নজরুল, আরিচ, রনি, আল-আমিন, রাব্বি, শাকিল, সজীব সহ কড্ডা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সায়েম আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।