উপমন্ত্রী শামীমের দাদীর ৩০তম মৃত্যুবার্ষিকীতে দবির সিকদারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির দাদীর বেগম আমেনা রওশনের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নড়িয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও রাজনগর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মো. দবির সিকদারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজনগর ইউনিয়নে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীর মালত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ