তাসকিনের চোট নিয়ে দুঃসংবাদ!

আকাশ দাশ সৈকত
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের চোট নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের আগে দলের সাথে অনুশীলনের সময় সাইড স্ট্রেইন চোট পায় টাইগার পেসার তাসকিন আহমেদ। এরপর চিকিৎসকদের পরামর্শে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তারকা এই পেসারকে। ফলে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। তবে বিসিবির চিকিৎসকদের দেওয়া তিন সপ্তাহের বিশ্রাম ঈদের পর শেষ হওয়ার কথা থাকলেও তাসকিনের চোট নিয়ে আবারো দুঃসংবাদ দিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন তিন সপ্তাহ বিশ্রামের পর আরো এক সপ্তাহ লাগবে এরপর তিনসপ্তাহ পর কেমন উন্নতি হচ্ছে সেটা নিয়ে চোটে পরবর্তী অবস্থা বলতে পারবে তারা।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের আঘাতের প্রায় দুই সপ্তাহ হতে চলল। তিন সপ্তাহ পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব। অর্থাৎ ঈদের পর রিভিউ করব।’

গ্রেড ওয়ান সাইড স্ট্রেইনের ইনজুরি থেকে সেরে উঠতে খুব বেশি সময় লাগে না। দেবাশীষ চৌধুরী ভাষ্য, ‘সাধারণত এ ধরনের সাইড স্ট্রেইন থেকে মাঠে ফিরতে কতদিন লাগবে তা তিন সপ্তাহের বিশ্রামের পরই বলা যায়। স্ট্রেইনটা গ্রেড ওয়ান। ঈদের পর তিন সপ্তাহ শেষ হবে, এরপর আরও সপ্তাহখানেক লাগবে। তিন সপ্তাহ পর কেমন উন্নতি হচ্ছে, এটা দেখে তারপর বলতে পারব, ওর চোটের অবস্থা কী।’

সর্বশেষ