হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ডেটিং অ্যাপ ব্যবহার করে প্রতারণা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নাজমুল ইসলাম লিয়ন, মোঃ সাজিম মিয়াজী, মোঃ মামুন ও মোঃ শামসুল আলম। এ সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার দেব জানান, ডেটিং অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতো চক্রটি। নিরীহ মানুষকে ফাঁদে ফেলার পর কৌশলে তার একান্ত ব্যক্তিগত ছবি তুলে রাখতো। পরে মারধর করে ও ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিতো এই চক্রের সদস্যরা। এমন প্রতারণার শিকার একজনের অভিযোগের প্রেক্ষিতে মুগদা থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত করার সময় মুগদা থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় আজ সোমবার (১৭ এপ্রিল ২০২৩) মুগদা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।